কলেজছাত্রীর বাবাকে পেটানোর অভিযোগে, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মার্চ,রবিবার,২০২৩ | আপডেট: ০৪:১৪ পিএম, ১৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ছবি সংগৃহীত
ফরিদপুরের সালথায় এক কলেজছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ওই কিশোরীর বাবা ও কাকাকে পিটিয়ে আহত করার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতির রায়মোহন কুমার রায়কে (২৮) আসামি করে মামলা করা হয়েছে। আজ শনিবার সকালে ওই কিশোরীর মা পলি রানী পাল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় রায়মোহন রায় সহ তার আরো চার সহযোগী বিজয় সরকার (২৫), মিঠু সরকার (২৫), শামিম শেখ (২৪) ও সুব্রত সরকারের (২৫) র নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরো পাঁচ ছয়জনকে আসামি করা হয়েছে। আসামীদের সকলেই উপজেলার আটঘর ইউনিয়নের সাড়–কদিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়, তার মেয়েকে বিভিন্ন সময় পথেঘাটে প্রেমের প্রস্তাব দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিসহ কুপ্রস্তাব দিত রায়মোহন। তার মেয়ে এ বিষয়টি পরিবারের সদস্যদের জানালে রায়মোহন ক্ষিপ্ত হয়ে তাকে ও তাদের পরিবারকে ক্ষতি করবে বলে হুমকি দিতে থাকে। শুক্রবার বেলা ১১টার দিকে তার মেয়েকে বাড়ির পাশে পেয়ে রায়মোহন প্রেমের প্রস্তাব দিলে সে অস্বীকার করে। তখন রায়মোহন মেয়ের হাত ধরে টানা হেঁচড়া করতে থাকে। মেয়ের চিৎকারে এগিয়ে এলে রায় মোহন তার সহযোগীদের নিয়ে রামদা, ছেনদা, হাতুরি, বাঁশের লাঠি, লোহার রডসহ বিভিন্ন ধরনের অস্ত্রসহ আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন রায়মোহন ও তার সহযোগিরা আমার স্বামীসহ ভাশুড় ও ভাতিজাকে এলোপাথারি ভাবে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে আহত করে। পরে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
সালথা থানা সুত্রে জানা গেছে, যৌনপীড়নসহ বেআইনী জনতাবদ্ধে গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর জখমসহ হুমকি ও হুকুম দেওয়ার অভিযোগে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ১৮৬০ সালের দন্ডবিধির বিভিন্ন ধারায় এ মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল জানান, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। শনিবার দুপুরে আদালত ওই কলেজছাত্রীর জবানবন্দি গ্রহণ করেছেন।
এব্যাপারে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ঘটনা তদন্তে জেলা ছাত্রলীগের একজন সহ-সভাপতি, একজন যুগ্ম-সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক নিয়ে তিনসদস্য বিশিষ্ট একটি কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের আলোকে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায়ের বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।