ছিনতাইকারীর হাতে স্কুলছাত্র খুন
পড়ালেখার পাশপাশি আর সংসারে খরচ যোগান দেবে না আজিজুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ মার্চ,শনিবার,২০২৩ | আপডেট: ০১:৫৭ পিএম, ১৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
নিহত স্কুলছাত্র আজিজুল
দশম শ্রেণির ছাত্র আজিজুল ইসলাম। নিজের পড়ালেখা ও সংসারে বাড়তি আয়ের জোগান দিতে স্কুল শেষে একবেলা আটোরিকশা চালাতেন। কিন্তু আর স্কুলেও যাবেন না, সংসারের খরচও যোগান দেবেন না। কেননা আজিজুল আর পৃথিবীতে নেই। অটোরিকশা ছিনতাই করতে গিয়ে আজিজুলকে হত্যা করে ছিনতাইকারীরা।
ছিনতাইকারীদের চিনে ফেলতে পারে এই আশংকা থেকে এক শিক্ষার্থী হত্যার অভিযোগ ১১ জনের বিরুদ্ধে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দশম শ্রেণির ছাত্র ও আটোরিকশা চালক আজিজুল ইসলাম হত্যার ঘটনায় এমন জবানবন্দি দিয়েছে আসামিরা।
শুক্রবার (১১ মার্চ) র্যাব জানিয়েছে, আটোরিকশা চালিয়ে নিজের পড়ালেখা ও সংসার চালাতো আজিজুল। আটোরিকশা ছিনতাই চক্রের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
গত ১৮ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ এলাকায় আজিজুলকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে একটি চক্র। আজিজুলকে আহত করে পরে গলায় কোমড়ের বেল্ট পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব ১০ এর কমান্ডিং অফিসার মো. ফরিদ উদ্দীন বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ ও পটুয়াখালী থেকে এই ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়। আজিজুল শিক্ষিত হওয়ায় ছিনতাইকারীদের ধরিয়ে দিতে সহায়তা করতে পারে এই কারণেই খুন করা হয়েছে বলে জানায় গ্রেফতারকৃতরা।
এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা হতে শিশু পাচার চক্রের এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। বাচ্চা আছে এমন বাড়িতে বাসা ভাড়া নিয়ে শিশু পাচারের কার্যক্রম পরিচালনা করে চক্রের সদস্য পারভীন আক্তারকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।