avertisements 2

হজ প্যাকেজ ৪ লাখ টাকা নির্ধারণ করতে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ মার্চ,সোমবার,২০২৩ | আপডেট: ০৫:৩২ এএম, ১৫ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

ফাইল ছবি

আগামী ৭ দিনের মধ্যে হজ প্যাকেজের মূল্য কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উজ জামান।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ-সৌদি-বাংলাদেশ রুটে প্লেন ভাড়া ৭৬ হাজার টাকা থেকে এক লাখ ১০ হাজার টাকা। প্রতি বছর দুই দেশের সরকার হজ যাত্রীদের সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট কিনতে বাধ্য করে। এর ফলে হজ যাত্রীদের স্বাধীনতা ধ্বংস হয়। এসব কারণসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে চার লাখ টাকার মধ্যে হজ প্যাকেজ পুর্ননির্ধারণ করতে নোটিশে অনুরোধ করা হয়েছে।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার। অন্যদিকে কোরবানি ছাড়াই এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের তুলনায় এবার হজের খরচ দেড় লাখ টাকা বেড়েছে।

এদিকে দেশে আগামী ৭ মার্চ পর্যন্ত হজযাত্রী নিবন্ধন চলবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরবে যেতে পারবেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2