avertisements 2

পাটের দামে ভারি হচ্ছে কৃষকের লোকসানের বোঝা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২৯ পিএম, ১৭ মে,শুক্রবার,২০২৪

Text

মাদারীপুরে এবার পাটের উৎপাদন ভালো হয়েছে। তবুও নায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। এতে ভারি হচ্ছে কৃষকদের লোকসানের বোঝা। পাঠ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। তবে বাজার দর স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রম পরিচালনার কথা জানান মাদারীপুর কৃষি বিপণন কর্মকর্তা।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিনই খুব ভোরে কৃষকরা তাদের পাট নিয়ে জেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতে নিয়ে যান। কিন্তু তারা ঠিকমতো দাম পাচ্ছেন না। অনেকেই পাট বিক্রি না করে ঘরে নিয়ে যাচ্ছেন। আবার অনেকেই লোকসানে পাট বিক্রি করছেন।

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ছিলারচর হাটে পাট নিয়ে আসা একই উপজেলার কালিকাপুর ইউনিয়নের চর-কালিকাপুর গ্রামের কৃষক আউয়াল বেপারী বলেন, প্রতিমণ পাট উৎপাদনে ৪ হাজার টাকা খরচ হয়েছে। অথচ হাটে দাম পাচ্ছি আড়াই থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।

সদর উপজেলার পশ্চিম রঘুরামপুরের কৃষক সেকেন্দার আলী বলেন, প্রতিবছর ব্যাংক ঋণ নিয়ে চাষাবাদ করলেও ফসলের নায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তায় আছি। প্রতিমণ পাট উৎপাদনে যা খরচ হয়েছে, তার থেকে কমে পাট বিক্রি করতে হচ্ছে।

মাদারীপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মাদারীপুর জেলায় দেশি, তোষা ও মেস্তা পাট মিলে ৩৫ হাজার ৭১৯ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ৬১ হাজার ৬৯০ মেট্রিক টন পাট। যা গত বছরের চেয়ে বেশি উৎপাদন হয়েছে।

মাদারীপুরের একাধিক কৃষক জানান, প্রকার ভেদে প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। যা গত বছরের চেয়েও ৪০০ থেকে ৮০০ টাকা কম। অথচ প্রতি বছরই সার, কীটনাশক, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্য বেড়েই চলেছে। প্রতিবছরই কমছে পাটের মূল্য। এতে হতাশ অনেকেই। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

ফঁড়িয়া ব্যবসায়ী ইশাদ খান বলেন, সুতার মিলে চাহিদা কম থাকায় কৃষক পর্যায়ে কমছে পাটের দাম। মিলের চাহিদা বাড়লে আমাদের বিক্রি বাড়বে, সেক্ষেত্রে কৃষকও ভালো দাম পাবে। আরেক ফঁড়িয়া ব্যবসায়ী ইলিয়াস ঢালী বলেন, সুতার মিলে চাহিদা কম থাকায় কৃষক পর্যায়ে কমছে পাটের দাম। আমরাও পাট কিনে বেশি লাভ করতে পারছি না।

মাদারীপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. বাবুল হোসেন বলেন, পাটের বাজার স্বাভাবিক রাখতে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2