avertisements 2

ক্রমেই পোশাক শিল্পের অর্ডার কমছে : বিজিএমইএ সভাপতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০২:১২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

করোনা বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়ালেও, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে ক্রমেই পোশাক শিল্পের অর্ডার কমছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, বছরের শুরুতে কাঙ্খিত প্রবৃদ্ধি হলেও গেলো দু’মাস ধরে ক্রমাগত কমছে। পাশাপাশি জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে এ খাতের উৎপাদন।

পোশাক শিল্পের উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে ”সেন্টার ফর ইনোভেশন”র উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ফারুক হাসান।

পরে সাংবাদিকদের সঙ্গে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। ফারুক হাসান জানান, পোশাক শিল্পের বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ ইউরোপ থেকে ক্রয়াদেশ কমে যাচ্ছে।

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানী সরবরাহে সরকারের প্রতি আহবান জানিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, পোশাক শিল্পে ক্রমাগত উৎপাদন কমে আসছে। ক্ষুদ্র ও মাঝারী পর্যায়ের শিল্প কারখানা বন্ধের পথে রয়েছে।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক তথ্য প্রযুক্তির বিষয়ে জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের প্রতি তাগিদ দেন তিনি। উৎপাদনের অনুকূল পরিবেশ তৈরি হলে রপ্তানী ১শ বিরিয়ন ছাড়িয়ে যাবে বলেও মনে করেন ফারুক হাসান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2