avertisements 2

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেলো নগদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:২৭ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান- নগদ। কিছু শর্তসাপেক্ষে নগদকে এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ৪২৪তম পর্ষদ সভায় কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অফ ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম আরো বলেন, ‘নগদের অনুমোদনের পর দেশে এখন আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫টি। তিনি বলেন, ‘কিছু শর্তসাপেক্ষে নগদকে এলওআই দেয়া হয়েছে।’

ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর যাত্রা ২০১৯ সালের ২৬ মার্চ। এটি বাংলাদেশ ডাক বিভাগের প্রতিষ্ঠান। অন্যদিকে নগদও বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবাদানকারী হিসেবে প্রচারণা চালিয়ে আসছে। বর্তমানে ই-মানি সৃষ্টি, অর্থ লেনদেন, পেমেন্ট থেকে শুরু করে মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) সব সেবাই দিচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানের নগদের দৈনিক লেনদেন প্রায় ৭০০ কোটি টাকা। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2