avertisements 2

চোখের ইশারায় চলছে হুন্ডি, ডুবছে দেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ আগস্ট, বুধবার,২০২২ | আপডেট: ০৮:৩১ এএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫

Text

হুন্ডিকে তুলনা করা যায় ইন্টারনেটের 'ডার্ক ওয়েবের' সঙ্গে। বলা হয়ে থাকে ডার্ক ওয়েব হচ্ছে সমুদ্রে থাকা সেই বরফ খণ্ডের নিমজ্জিত অংশ- ওপর থেকে দেখে মনে হয় একটুখানি, অথচ নিচে তার বিস্তৃতি অতলস্পর্শী। হুন্ডির দশাও অনেকটা এমনিই। ব্যাংকে প্রতিবছর প্রবাসীরা কতোটা অর্থ পাঠাচ্ছে, তার একটি নির্দিষ্ট হিসাব থাকে। কিন্তু প্রতিবছর হুন্ডির মাধ্যমে কত কোটি টাকা পাচার হচ্ছে, কত টাকা বাজারে আসছে- তার কোনো সঠিক হিসাব থাকে না।

সরকার হুন্ডি বন্ধে নানা পদক্ষেপ নিলেও, চোখের ইশারায় চলা এ অবৈধ মুদ্রা লেনদেন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। বারবার প্রধানমন্ত্রীর আহ্বান, অর্থমন্ত্রীর আকুতি- কিছুতেই বন্ধ করা যাচ্ছে না হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন। উপায়ন্তর না দেখে অত্যাচারিত মানুষ যেভাবে বলে- 'আল্লাহ বিচার করবে', অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চলতি মাসে সেভাবেই বলেছেন, যারা হুন্ডির মাধ্যমে টাকা আনে তারা বিবেকের কাছে দায়ী থাকবেন।

হুন্ডি কেন বন্ধ হচ্ছে না, জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ সালেহউদ্দিন আহমেদ সময় সংবাদকে বলেন, মূলত বাংলাদেশ ব্যাংকে ডলারের বিপরীতে মুদ্রার মানের সঙ্গে খোলাবাজারে মুদ্রার মানের একটা বড় পার্থক্য থাকে। এতে করে বেশি লাভের আশায় প্রবাসীরা কিংবা যারা দেশে থাকে তারা হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন করেন। ব্যাংকের সঙ্গে বাজারের সামঞ্জস্য না থাকলে অবৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহী হন প্রবাসীরা।

সাবেক গভর্নরের হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, বর্তমানে ব্যাংকে প্রতি ডলারের বিনিময়ে টাকার মান ৯৫ টাকার কম-বেশি। একই ডলার কার্ব মার্কেট অর্থাৎ খোলা বাজারে বিক্রি হচ্ছে ১১৩ থেকে ১১৫ টাকায়। অর্থাৎ বৈধ চ্যানেলে ১ হাজার ডলার পাঠালে ব্যাংকে এর মূল্যমান হবে ৯৫ হাজার টাকা (প্রণোদনাসহ প্রায় সাড়ে ৯৭ হাজার টাকা), খোলাবাজারে একই অঙ্কের অর্থের মূল্যমান দাঁড়াবে ১ লাখ ১৫ হাজার টাকা, হুন্ডির মাধ্যমে ক্ষেত্র-বিশেষে তা আরও বেশি। ১ হাজার ডলারে যেখানে টাকার হেরফের প্রায় ২০ হাজার টাকা, সেখানে প্রবাসীদের বৈধপথে লোকসানে টাকা পাঠানোর প্রবণতা কম থাকবে- এটাই স্বাভাবিক।

মূলত হুন্ডি এমন একটি ব্যবসা- যা নিভৃতে কিংবা নিজেদের মধ্যকার চ্যানেলের মধ্যে পরিচালিত হওয়ায়, আইন করে এটি বন্ধ করার কোনো উপায় নেই। হুন্ডি একেবারে বন্ধ করা না গেলেও কমিয়ে আনতে নেয়া যেতে পারে বেশকিছু কার্যকরী পদক্ষেপ। মুদ্রা বিনিময় হারের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি সহযোগিতামূলক আচরণ করতে হবে ব্যাংকগুলোকে।

এ ব্যাপারে সানাউল্লাহ নামে একজন প্রবাসী সময় সংবাদকে বলেন, ব্যাংকের আচরণ ও সেবা দেয়ার মধ্যে একটি কর্তৃত্বমূলক স্বভাব রয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ব্যাংকভীতি কাজ করে। আপনি ডলার কিনতে কিংবা বিক্রি করতে ব্যাংকে যাবেন- আপনাকে এক গাদা ফরম দেবে পূরণ করা জন্য, নোটারি, সত্যায়ন, জবাবদিহিতা, ভিসা-আমন্ত্রণপত্র, আর নানা কিসিমের প্রশ্ন। এতে করে একবারে শিক্ষা হয়ে যাবে আপনার। অন্যদিকে আপনি খোলাবাজারে কিংবা হুন্ডির মাধ্যমে ডলার কেনা-বেচা করতে যাবেন- কোনো ঝামেলা ছাড়াই কাজ হয়ে যাবে। হুন্ডিতে ডলার কেনা অনেকটা বাজারে গিয়ে পণ্য কেনার মতো। আপনি ঝামেলা এড়াতে সবার আগে ব্যাংকিং রীতিনীতি এড়াতে চাইবেন। এভাবেই ব্যাংকের ওপরে হুন্ডি চ্যানেল কর্তৃত্ব করছে।

কেবল ডলার কেনা-বেচা না, আমদানি-রফতানিতেও রয়েছে কর নীতির নানা ধরনের ঝক্কি-ঝামেলা। দেশের সাধারণ মানুষ রিজার্ভের মতো 'সামষ্টিক অর্থনীতি' নিয়ে যতটা না সচেতন, তার থেকে বেশি ভাবেন নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে এবং এটাই স্বাভাবিক। এক্ষেত্রে জনগণের মনোভাব বুঝে সিদ্ধান্ত নেয়াটাই কার্যকরী বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি অর্থমন্ত্রী হুন্ডির হিসাব দিতে গিয়ে বলেন, প্রায় কাছাকাছি অফিসিয়াল চ্যানেলে এসেছে ৫১ শতাংশ, আর হুন্ডিতে এসেছে ৪৯ শতাংশ। অর্থমন্ত্রী বলেন, এটি আগের পরিসংখ্যান। করোনার সময়ে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো কিছুটা কমলেও এখন বেড়েছে বহুগুণে।

বর্তমানে দেশের রিজার্ভ ৪০ বিলিয়নের কম-বেশি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থের ভাণ্ডার বাড়াতে ঝুঁকিপূর্ণ ঋণ নেয়া কিংবা জনগণের ওপরে মূল্যস্ফীতির চাপ না বাড়িয়ে সংস্কার করতে হবে দেশের অর্থনীতি, খুঁজে বের করতে হবে মূল সমস্যাগুলো ও কমাতে হবে অর্থের অপচয়, পাচার ও দুর্নীতি। তাহলেই দেশ স্বাভাবিকভাবে ধীরে ধীরে সংকট থেকে বের হয়ে আসবে বলে মনে করেন এ অর্থনীতিবিদ।

বিশেষ করে ব্যাংকের কর্তৃত্বমূলক স্বভাব দূর করা গেলে, ব্যাংকের ওপরে হুন্ডি চ্যানেল ধীরে ধীরে তার কর্তৃত্বও হারাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2