সোনার দাম আরও বাড়লো, ভরি ১১৭২৮২ টাকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মে,রবিবার,২০২৪ | আপডেট: ০৬:৩২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফাইল ছবি
দেশে বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল। টানা অষ্টম দফায় কমার পর ধাতব বস্তুটির দাম চার দফায় বাড়ানো হলো। ঘোষিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বেড়েছে এক হাজার ৮৩১ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা।
শনিবার (১১ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর ঘোষণা করে। রোববার (১২ মে) থেকে এই দাম কার্যকর করা হবে।
‘ঢাকা ও আশপাশের এলাকায় লোডশেডিং দেয়া হবে’
এর আগে গত ৭ মে ৪৮ ঘণ্টার ব্যবধানে সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা পরদিন ৮ মে থেকে কার্যকর হয়।
নতুন দাম অনুযায়ী- প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৫ হাজার ৯৬০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৯ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ৬ ও ৫ মে দু’দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। এরমধ্যে ৬ মে প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা এবং ৫ মে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। এরপর ৪৮ ঘণ্টার মাথায় গত ৭ মে ভরিপ্রতি সাড়ে চার হাজার টাকা বাড়ানো হয়। এর মধ্যদিয়ে চার দফায় ভরিতে স্বর্ণের দাম বাড়ল ১০ হাজার ৭৯৮ টাকা।
এর আগে আট দফায় স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ২৬২ টাকা কমানো হয়। এর মধ্যে গত ২ মে ১ হাজার ৮৭৮ টাকা, ৩০ এপ্রিল ৪২০ টাকা, ২৯ এপ্রিল ১ হাজার ১১৫ টাকা, ২৮ এপ্রিল ৩১৫ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা এবং ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়।