avertisements 2

বাংলাদেশ চীনা ঋণের ফাঁদে পা দিয়েছে এটা ভুল কথা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মার্চ,রবিবার,২০২৩ | আপডেট: ০১:১৮ এএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

বাংলাদেশ চীনা ঋণের ফাঁদে পা দিয়েছে এটা ভুল কথা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার (১১ মার্চ) বিকেলে তিন দিনব্যাপী বিজনেস সামিটের প্রথম দিনে বার্তাসংস্থা সিএনএনের বিজনেস বিভাগের সম্পাদক রিচার্ড কোয়েস্টের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনা ঋণের ফাঁদে পা দিয়েছে এটা ভুল কথা। দেশভিত্তিক বিবেচনায় বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ নিয়ে থাকে জাপান থেকে। চীনের সঙ্গে বাংলাদেশের ভালো ব্যবসায়িক সম্পর্ক আছে। কিন্তু বাংলাদেশ চীনা ঋণের ভারে ন্যুব্জ না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ। বাংলাদেশ চায় যুদ্ধ বন্ধ হোক, সার্বভৌমত্ব রক্ষা হোক, মানবতার জয় হোক। যখনই মানবতার প্রশ্ন উঠেছে বাংলাদেশ নির্যাতিত দলের পক্ষে দাঁড়িয়েছে। অন্যায্য কোনো জোট গঠনে বাংলাদেশ আগ্রহী না।

আগামী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগে নির্বাচনে ভুয়া ভোটাররা ভোট দিতে পারতেন। আমরা ডিজিটাল পরিচয়পত্র চালু করলাম। আগে ব্যালট বাক্সে কী আছে কেউ জানতো না। আমরা স্বচ্ছ ব্যালট বাক্সের প্রচলন করেছি। প্রতিটি নির্বাচনে নিরপেক্ষ লড়াই হবে। যারা চায় তারাই নির্বাচনে যোগ দিতে পারবেন। এমনকি বিরোধীদলগুলো আমাদের সঙ্গে সংলাপে বসতে চাইলেও আমরা প্রস্তুত আছি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2