avertisements 2

ইসলামী হাসপাতাল থেকে ইয়াবা-সহ নার্স গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩৯ এএম, ২৫ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৯:৫৪ এএম, ১৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল পরিচালিত ইসলামী হাসপাতাল থেকে ইয়াবাসহ সুলতানা আক্রার রিপা (২৭) নামের এক নার্সকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে বেসরকারি ওই হাসপাতালের দ্বিতীয় তলা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপা বগুড়া সদরের চাঁদমুহা গ্রামের রুহুল আমিন রবিনের স্ত্রী। তিনি কয়েক বছর ধরে ইসলামী হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন।

বগুড়া ডিবি পুলিশের কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই ফিরোজ ও সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে শহরের মফিজ পাগলার মোড়ে বেসরকারি ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনা করে।

এ সময় ওই হাসপাতালের দ্বিতীয় তলায় নার্স রিপার অ্যাপ্রোনের পকেট থেকে ১০০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নার্স রিপাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বগুড়ায় এই প্রথম কোনো হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্সকে গ্রেফতার করা হলো। তার স্বামী দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। বর্তমানে তিনি মাদক মামলায় কারাগারে আছেন।

তিনি আরও জানান, বগুড়া সদর থানায় নার্স রিপার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2