avertisements 2

গাজীপুর সিটিতে ইমামদের ঘর করে দেয়া হবে: মেয়র জাহাঙ্গীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৫৫ পিএম, ২০ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৯:৪২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

গাজীপুর মহানগরের ইমামদের পর্যায়ক্রমে হজ্ব করানোসহ যেসকল ইমামদের জায়গা আছে ঘর নাই তাদের ঘর নির্মাণ করে দেয়া ঘোষণা দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মানুষের যদি ধর্মীয় শিক্ষা না থাকে, বাস্তব শিক্ষা না থাকে তাহলে তার জীবনে পরিপূর্ণতা পায়না। তিনি কোরআন ও হাদিস নিয়ে কেউ যেন ভুল ব্যাখ্যা না দেন সেজন্য আলেম সমাজের প্রতি অনুরোধ জানান।

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দুপুরে গাজীপুর মহানগরের উন্মূক্ত বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইমাম-খতিব ও ওলামা মাশায়েখদের সমাবেশের সভাতির বক্তব্যে মেয়র ওইসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগর কমিটির নেতা হয়রত মাওলানা গোলাম মাওলা, মাওলানা মনজুর হোসেন, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা ফজলুর রহমান প্রমূখ।

মেয়র বলেন, ইমাম-আলেমরা স্বল্প আয়ে তাদের পরিবার-পরিজন নিয়ে জীবন যাপন করছেন। তাই আমার পক্ষ থেকে মহানগরের ইমাম-মুয়াজ্জিনদের সহায়তা প্রদানের চেষ্টা করছি। আমি তাদের জন্য সম্মানী ভাতা দিচ্ছি।

মেয়র অনুষ্ঠানে উপস্থিত আলেম ও ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, মসজিদ-মাদ্রাসা, কোর-আন-হাদীস, আল্লাহ ও রসুলের জন্য আপনারা সারারাত ওয়াজ করতে পারেন, তাতে কোন সমস্যা নেই, বাধা নেই।

ওয়াজে কোরআন-হাদীসের কথা বলবেন, আল্লাহ-রাসুলের কথা বলবেন, কেউ বাধা দিতে পারবে না। তবে মাইকে উচ্চ শব্দে ওয়াজ করতে গিয়ে কারো যাতে অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছেন মেয়র।

আমি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি আওয়ামীলীগের কথা বলতে পারি, এটা আমি আওয়ামী লীগের মঞ্চে বলবো। অন্যরা অন্য পার্টি করে, তারাও তাদের মঞ্চে থেকে কথা বলবেন। অন্যরা অন্য দল করতে পারে, তার দলের ওয়াজ তারা করুক সমস্যা নেই। যারা কোর-আন, হাদীস নিয়ে কাজ করবে, তারা কোর-আন হাদীস নিয়ে কথা বলবে, গবেষণা করবে।

তিনি বলেন, ধর্মের নামে যাতে কেউ রাজনীতি না করেন, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। প্রতিটি মসজিদ-মাদ্রাসা স্বাধীন। সেখানে ধর্মীয় কথা-বর্তা চলবে, ধর্মীয় কাজ চলবে। মেয়র সমাজে চুরি-ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ঠেকাতে আলেমদের সহযোগিতা চেয়েছেন। তিনি বঙ্গবন্ধুকে কটুক্তি না করার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন। তা হলে আমরা জাতিগতভাবে ছোট হয়ে যাই। যারা দেশের জন্য অবদান রেখেছেন, দেশের শাসনে অবদান রেখেছেন, দেশের মানুষের জন্য অবদান রেখেছেন তাদের প্রতি তিনি সকলকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। ধর্মীয় নেতাদের নিয়ে নিয়েও কটুক্তি না করার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ইমাম সমিতির মাধ্যমে মহানগরে জমি দেখছি, সেখানে কোর-আন গবেষণাগার নির্মাণ করে দেব। যাতে সেখানে আলেম-ইমাম-খতিবরা ধর্মীয় বিষয় নিয়ে গবেষণা করতে পারেন। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2