গরু তুমি কার?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৯ পিএম, ১৭ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৫:১৫ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
অনেকগুলো গরুর সাথে লাল রঙের একটি ষাঁড় গরু ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় এসে ট্রাক থেকে গরুটি পড়ে যায়। ধারনা করা হচ্ছে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। ট্রাকের গতি বেশি থাকায় হয়তবা ঐ গরুটি পড়ে গেলেও টের পাননি ট্রাকের চালক।
খালকুলা বাজারের ডিম বিক্রেতা নওগাঁ ইউনিয়নের খালকুলা গ্রামের আহসান আলীর দুই ছেলে জামিল হোসেন ও কামিল হোসেন বলেন, গত (১৪ ডিসেম্বর) সোমবার সন্ধ্যার দিকে গরুটি তাদের সামনে সড়কের উপর পড়ে যায়। পরে তারা বাড়িতে রেখে দেন।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক থেকে পড়ে যাওয়া গরুটির মালিকানা নিয়ে স্থানীয়দের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। কেউ বলেন, ‘আমি আগে পড়ে যেতে দেখেছি, আরেকজন বলেন আমিই আগে দেখেছি’। শেষমেশ ঝগড়া-বিবাদ রুখতে পুলিশ গরুটি জব্দ তালিকা মুলে জব্দ করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মজিবর রহমানের জিম্মায় রেখে দিয়েছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, ট্রাক থেকে পড়ে পাওয়া ষাঁড় গরুটির প্রকৃত মালিকের সন্ধান করার সর্বাত্মক চেষ্টা চলেছে।