avertisements 2

টাঙ্গাইলে কৃষি ব্যাংকে ঝাড়ুতে বেঁধে পতাকা উত্তোলন!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২৯ পিএম, ১৭ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৩:০৬ পিএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪

Text

মহান বিজয় দিবস উপলক্ষে কৃষি ব্যাংক টাঙ্গাইলের বাসাইল শাখায় ঝাড়ুতে বেঁধে পতাকা উত্তোলন করা হয়েছে। সেই অভিযোগে প্রতিষ্ঠানটির সিকিউরিটি গার্ড সুলতান আহমেদকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ঝাড়ুর মধ্যে জাতীয় পতাকা বেঁধে ভবনটির ছাদে উত্তোলন করা হয়। এ কাজ করেন ব্যাংকের সিকিউরিটি সুলতান আহমেদ। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে মুহূর্তের মধ্যেই মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে ব্যাংকের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

'এ বিষয়ে প্রথমে ব্যাংকের ম্যানেজার ছানোয়ার হোসেনকে জানানো হলোও তিনি তাতে কর্ণপাত করেননি। পরে দুপুরের দিকে বাসাইল পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম গিয়ে ওই স্থান থেকে পতাকা নামান।'

national flag tangail1
ঝাড়ুতে বেঁধে পতাকা উত্তোলন

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন ও বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ। তারা প্রথমে উত্তেজিত জনতাকে শান্ত করেন। এরপর অভিযুক্ত গার্ডকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম বলেন, ব্যাংক কর্মচারী ঝাড়ুতে পতাকা বেঁধে উত্তোলন করলে পরে বিষয়টি আমাদের নজরে আসে। এমন একটি ঘৃণ্য কাজের মাধ্যমে তারা জাতীয় পতাকাকে অবমাননা করেছে। এর বিচার দাবি করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় কৃষি ব্যাংকে কর্মরত গার্ডকে আইন অনুসারে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকে কর্মরত অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের জন্য শিগগিরই চিঠি পাঠানো হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2