avertisements 2

আরো ৪০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:২৯ এএম, ১৬ ডিসেম্বর, বুধবার,২০২০ | আপডেট: ০৫:১৬ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কভিড-১৯)। তাদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ১৪ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন সাত হাজার ১২৯ জন। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৮৭৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৯৪ হাজার ২০৯ জনে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪০টি পরীক্ষাগারে ১৯ হাজার ৩২টি নমুনা সংগ্রহ এবং ১৯০ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৫ হাজার ৫১২টি। একই সময় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৮৭৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৯৪ হাজার ২০৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৮৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৮৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ২৬ হাজার ৭২৯ জনে। করোনায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২৮ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রামে দশজন, সিলেটে একজন, ময়মনসিংহে দুইজন এবং রংপুরে দুজন রয়েছেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2