আইসিইউতে হেফাজত মহাসচিব আল্লামা কাসেমী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৩৪ পিএম, ১১ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০২:২৩ এএম, ১০ আগস্ট,রবিবার,২০২৫

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট-জনিত সমস্যার কারণে তাকে রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।
নূর হোছাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর গত ১৫ নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোছাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করা হয়।