টাকা তুলতে তুলতে মারা গেলো হাতিটি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৫ পিএম, ১১ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০২:২৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিরাজগঞ্জ সদর উপজেলার সীমান্ত বাজার এলাকায় টাকা তুলতে আসা সার্কাসের হাতি মারা গেছে। খবর শুনে ভোর থেকেই সেটি দেখতে বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী লোকজন এসে সেখানে ভিড় করছেন।
নওগাঁ জেলা থেকে চিকিৎসা শেষে গত এক মাস ধরে টাকা তুলতে তুলতে বুধবার সিরাজগঞ্জ পৌছায়। বৃহস্পতিবার ভোর ৬টায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সীমান্ত বাজার পেট্রোল পাম্পে পিছনে হাতিটি মারা যায়।
হাতিটির মাহুত সোহেল হোসেন জানান, দীর্ঘদিন নওগাঁয় হাতিটির চিকিৎসা শেষে ফেরার পথে উপজেলার সীমান্ত বাজার আসলে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। রাতে গুরুতর অসুস্থ হয়ে যায়। ভোর ৬টায় মারা যায়। হাতিটির ৮৫ বছর বয়স।
মাহুত বলেন, তার মালিকের আরো ৫টি হাতি রয়েছে। মৃত্যুর খবর পেয়ে মালিক রওনা দিয়েছেন। তিনি আসলেই মারা যাওয়া হাতি নিয়ে সিদ্ধান্ত নিবেন।
হাতিটির বর্তমান মালিক সিলেটের আব্দুল জলিল সরকার। তার মোবাইলে ফোন দিলে রিসিভ করার পর কেটে দেন। বেশ কয়েকবার ফোন দিলেও আর ধরেন নাই।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, হাতির খবর শুনে আমি মাঝ রাত থেকেই তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি। যখন যোগাযোগ করতে পারি তখন হাতিটি মারা গেছে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর কবির জানান, ব্যক্তি মালিকানা হাতিটি চিকিৎসার অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হবে।