পদ্মায় ডুবে গেলো ফেরি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১৫ পিএম, ১০ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৬:১৬ পিএম, ১৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার আসার পথে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ডাম্ব ফেরি রাণীগঞ্জের তলায় ফাটলের সৃষ্টি হয়। যাত্রী ও যানবাহন ঘাটে নামিয়ে দেয়ার পরে নোঙর করা হলে ডুবে যায় ফেরিটি। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
আজ সোমবার দুপুর একটার দিকে ফেরিটি পুরো ডুবে যায়। ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ। বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, গত রাত ১২টার দিকে ডাম্প ফেরি রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার সময় নদী খননের ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় এটির তলা ফেটে যায়।
রাত ৪টার দিকে দ্রুত ফেরিটি বাংলাবাজার ঘাটে এনে যানবাহন নামিয়ে নোঙর করে রাখা হয়। ভেতরে পানি প্রবেশ করে পুরো ফেরিটি ডুবতে থাকে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
