আজান দেয়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:১৭ পিএম, ৫ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৮:১৮ পিএম, ১৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে আজান দেয়ারত অবস্থায় আব্দুল কুদ্দুছ (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুছ খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি বলেন, এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে মুয়াজ্জিনকে দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. সবুজ মিয়া জানান, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পর আর কোনো আওয়াজ শুনতে পাননি। তিনি দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের মেঝেতে মুয়াজ্জিন পড়ে আছেন। মুসল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

স্ত্রীর মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া সেই স্বামী গ্রেপ্তার

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম

আবু ত্বহা আদনানের ‘অন্ধকার জীবন’ নিয়ে স্ত্রীর অভিযোগ

অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ ২ বোনের ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ খবর
