ফরিদপুরে প্রকাশ্যে দিবালোকে মাদ্রাসা ভাঙচুর!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৯ পিএম, ১৯ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৯:২৮ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ফরিদপুরের সালথা উপজে'লায় প্রকাশ্যে দিবালোকে মা'দ্রাসা ও বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজে'লার ভাওয়াল ইউনিয়নের ডা'ঙ্গা কাম'দিয়া গ্রামে প্রায় ২ বছর আগে এই মা'দ্রাসা তৈরী করে আহলে হাদিস মতবাদে বিশ্বা'সীগণ। সালথা থানা উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে উত্তেজিত জনতা বুধবার (১৮ই নভেম্বর) সকাল ১০টার
দিকে এই মা'দ্রাসা ভাঙচুর করে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে এই মা'দ্রাসা স্থাপন করে সৌদি ফেরত প্রবাসী নুরুল আলম (ম'ঙ্গল)। স্থানীয়ভাবে আহলে হাদিস ও কওমী মা'দ্রাসার সাথে আকিদাগত কিছু মত পার্থক্য ছিল, এই মত পার্থক্য নিয়ে আহলে হাদিসের মা'দ্রসা ক'র্তৃপরে সাথে স্থানীয় ওলামা মাশায়েখদের মতবিরোধ চলে
আসছিল। স্থানীয় প্রশাসনের হস্ত'ক্ষেপে বেশ কয়েকবার এই বিরোধ নিস্পত্তি হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ১০টায় সালথা থানা উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে মহাসমাবেশের আয়োজন করে। অ’প্রীতিকর ঘটনা ঘটতে পারে এই মর'্মে স্থানীয় উপজে'লা প্রশাসন ও থানা পুলিশ উভয়পকে উপজে'লা পরিষদে ডাকে। সেখানে সালিশ বৈঠক হওয়ার সময়ই আহলে হাদিসের মা'দ্রাসা ভাঙচুর করা হয়। এসময় মা'দ্রসার দুটি ঘর ও পাঁশে থাকা নুরে আলম ম'ঙ্গলের একটি বসতঘর ভাঙচুর করা হয়েছে। মা'দ্রাসায় প্রায় ৪০ জনের মত শিক্ষার্থী লেখাপড়া করতো। ঘটনার সময় প্রায় ৩০-৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপজে'লা নির্বাহী কর্মক'র্তার উদ্যোগে ও সালথা থানা পুলিশের
সহযোগিতায় তাদের নিরাপ'দ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং তাদের সবাইকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এই ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার অধিক ক্ষ'তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল উপজে'লার ভাওয়াল ইউনিয়নের ডা'ঙ্গা কাম'দিয়া মা'দ্রসা এলাকা পরিদর্শন করেন সালথা উপজে'লা নির্বাহী অফিসার মোহা'ম্ম'দ হাসিব সরকার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা সালথা অঞ্চল) এফএম মহিউদ্দিন, সালথা থানা ভারপ্রা'প্ত কর্মক'র্তা মোহা'ম্মা'দ আলী জিন্নাহ, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাুরকুজ্জামান ফকির মিয়া, বাংলাদেশ মানবধিকার কশিনের চেয়ারম্যান আব্দুর রহমান প্রমূখ। মা'দ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল আলম ম'ঙ্গল বলেন, আমর'া ইউএনও স্যারের সাথে মিটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় কিছু লোকজন উত্তেজিত হয়ে মা'দ্রাসার দুটি ঘর ভাঙচুর করে এবং আমা'র একটি বসতঘর ভাঙচুর করেছে। এখানে প্রায় ৪০ জনের মত শিক্ষার্থী লেখাপড়া করতো। মা'দ্রাসা ভাঙচুরের পাঁশাপাশি সব কিছুই এরা লুটপাট করে নিয়ে গেছে। সব মিলে প্রায় ১০ লক্ষাধিক
টাকার ক্ষ'তি হয়েছে। সালথা উপজে'লা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মওলানা ঝিনাতুল ইসলাম বলেন, সালথা নগরকান্দার ওলামা মাশায়েকগণ সবসময় স্বোচ্চার। একজন কওমী মা'দ্রাসা ছাত্র নগরকান্দায় যাচ্ছিলেন, কাম'দিয়ায় পৌঁছলে আহলে হাদিসের লোকজন তাকে মা'রধর ও আট'ক করে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে তাওহিদী জনতা উত্তেজিত হয়ে তাদের আস্তানা ভাঙচুর করেছে। ভাঙচুরের সময় আমা'দের শীর্ষ স্থানীয় আলেম কেউ সেখানে উপস্থিত ছিলেন না। সালথা উপজে'লা নির্বাহী কর্মক'র্তা মোহা'ম্ম'দ হাসিব সরকার ঘটনার সত্যতা স্বীকার বলেন, এখানে দুটি পক্ষের একটা পক্ষ ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে দাবি করে এ ভাঙচুর চালিয়েছে। এছাড়া তাদের মধ্যে শরীয়াহ ভিত্তিক কিছু মতপার্থক্যও রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সালথা থানা ভারপ্রা'প্ত কর্মক'র্তা মোহা'ম্ম'দ আলী জিন্নাহ স্থানীয় গণমাধ্যমকে বলেন, পুলিশ সং'ঘর্ষ এড়াতে ও ভাঙচুর বন্ধ করতে তৌহিদী জনতাকে ছত্রভ'ঙ্গ করেছে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।