avertisements 2

এইচএসসি কারিগরি বোর্ডের প্রশ্নপত্রে আনিসুল হককে হেয় করে প্রশ্ন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানির মধ্যে এবার লেখক আনিসুল হককে হেয় করে উদ্দীপক করার অভিযোগ উঠেছে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার একটি প্রশ্নপত্রে তাকে উদ্দীপক করে হেয় করা হয়।

এদিকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

এর আগে এবারেরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানি নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছে। এর মধ্যেই প্রশ্নপত্র নিয়ে নতুন বিতর্ক সামনে এলো।

জানা যায়, রবিবার কারিগরি বোর্ডের বাংলা-২ এর একটি সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে লেখক আনিসুল হকের নাম উল্লেখ করে বলা হয়, ২১শে বইমেলায় তাড়াহুড়ো করে তিনি বই প্রকাশ করেন। পাঠকদের কাছে তার লেখা খাপছাড়া মনে হয়। ফলে পাঠকদের কাছে তিনি সমাদৃত হন না।

এর পরই প্রশ্নে সরাসরি ব্যক্তিগত আক্রমণ করা হয়। এতে প্রশ্ন করা হয়, (ক) ‘যশ’ শব্দের অর্থ কী? (খ) লেখা ভালো হইলে সুনাম আপনি আসিবে উক্তিটি ব্যাখ্যা কর। (গ) আনিসুল হক কোন কারণে ব্যর্থ, তা বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনার আলোকে ব্যাখ্যা কর।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান বলেন, এমন প্রশ্নপত্র যিনি করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2