ছাত্রলীগ নেত্রীকে ইডেন প্রশাসনের শোকজ- ‘সিট কেন বাতিল নয়’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৩১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ঘটনার সময় ক্যাম্পাসে সাংবাদিক প্রবেশ করানোর অভিযোগে কলেজ ছাত্রলীগের নেত্রী সুস্মিতা বাড়ৈকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস প্রশাসন। ছাত্রলীগ নেত্রী সুস্মিতা বাড়ৈ, ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সদ্য স্থগিত কমিটির সহসভাপতি ছিলেন।
গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক নাজমুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এই জবাব চাওয়া হয়।
চিঠিতে ইডেন কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এতে বলা হয়, ২৪ সেপ্টেম্বর রাতে কলেজের ২নং মূল গেটের তালা জোরকরে খুলে কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে সাংবাদিকদের প্রবেশ করানো হয়। এরপর ২৫ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আবারও ২নং ও ৩নং গেট দিয়ে সাংবাদিকদের ক্যাম্পাসে প্রবেশ করানো হয়। ওই একইদিন হোস্টেল থেকে ছাত্রীদের বের হতে বাধা দেওয়া হয়। এছাড়াও হোস্টেলের নিরাপত্তাকর্মীর কাছ থেকে চাবির গোছা নিয়ে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে কোনো কোনো ছাত্রীর মোবাইলফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসেছে।
ওই চিঠিতে আরও বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে ও ২৫ সেপ্টেম্বর সংঘঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনার হলের সিট কেন বাতিল করা হবে না- তার সন্তোষজনক লিখিত জবাব আগামী ১৬ অক্টোবর দুপুর ১২টার মধ্যে হল কর্তৃপক্ষের নিকট দাখিল করতে নির্দেশ দেওয়া হলো।
এবিষয়ে ইডেন কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ বলেন, কলেজে সাংবাদিক প্রবেশ করানোর বিষয়টি আমার সঙ্গে মোটেও সম্পৃক্ত নয়। আমি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছি। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।