কলকাতায় বাস দুর্ঘটনায় চবি শিক্ষার্থীর মৃত্যু, শিক্ষক আহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:০৫ পিএম, ৫ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ভারতের কলকাতায় বাস চাপায় শাজমিলা জিসমাম মুন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শিরিন আরা চৌধুরী ডলি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন জানান, রবিবার ঈদুল আজহার দিন দুপুরে কলকাতার বিড়লা তারামণ্ডলের কাছে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
দুইদিন একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১২ জুলাই) মুনের মৃত্যু হয়। গুরুতর আহত মুনের মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ড. শিরিন চৌধুরী ডলির জ্ঞান ফিরলেও আশংকামুক্ত নন। চিকিৎসার জন্য তাঁরা ভারতে গিয়েছিলেন।