avertisements 2

টাকা ছিনতাইয়ের অভিযোগে ঢাবির দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ মে,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:২৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

নূর উদ্দিন (বামে) মুনতাসীর শুভ

বাইক কিনতে এসে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। বুধবার সন্ধ্যা ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত দু'জন হলের ঢাবির পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুর উদ্দীন আহমেদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুনতাসীর শুভ। তারা দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নুর উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আর আবদুল্লাহ আল মুনতাসীর শুভ শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সহসভাপতি। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী। এ ঘটনায় মো. রাজিব নামে একজন অভিযুক্ত পলাতক অবস্থায় আছেন৷

এ বিষয়ে ভুক্তভোগী জোবায়ের হোসেন কালের কণ্ঠকে বলেন, মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের পাশে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আমায় ছিনতাই করে। এ সময় তারা আমার কাছে থাকা ১৫০০০ টাকা নিয়ে যায়। টাকাটা আমি বাইক কেনার জন্য রেখেছিলাম। আমি হাতেপায়ে ধরে অনুরোধ করলে তারা ৫০০০ টাকা ফেরত দেয়। পরে আমি ৯৯৯ এ ফোন করলে শাহবাগ থানা পুলিশ কৌশলে তাদের ডেকে এনে আটক করে। এ সময় তাদের কাছে আরো ৫০০০ টাকা পাওয়া যায়। আর বাকি ৫০০০ টাকা  হলে রেখে এসেছে বলে জবানবন্দি দেয় তারা৷

এ বিষয়ে শাহবাগ থানায় এস আই জাহাঙ্গীর হোসেন বলেন, ছিনতাইয়ে অভিযুক্তদের মোবাইল নম্বর সংগ্রহ করে আরো টাকা দেওয়ার লোভ দেখানো হয়। পরে জাতীয় জাদুঘরের সামনে আসতে বলা হয়। তারা আসলে তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগী মামলা দায়ের করলে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে কোর্টে চালান দেওয়া হয়।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, প্রচলিত আইনে তারা অপরাধী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রলীগ কোনো অপরাধীকে সাহায্য করবে না। যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তারা আর কখনো ছাত্রলীগ করার সুযোগ পাবে না৷

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। এটা বিশ্ববিদ্যালয় বাইরের এলাকার ঘটনা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2