ঢাবিতে ভর্তিচ্ছুদের ফুল দিতে আসা ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ মে,শনিবার,২০২৩ | আপডেট: ১০:১১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাবিতে আহত ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করতে এসে অতর্কিত হামলার শিকার হয়েছেন ছাত্রদলের ঢাবির নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযোগের তীর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দিকে ছুড়েছে ছাত্রদল।
আজ শনিবার (৬ মে) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর হাইকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যকার তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা গেছে, আজ সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে প্রতিবছরের মতো এবারও কার্জন হলের মিনিগেটে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কলা ভবনের সামনে তাদের এই কর্মসূচি নির্ধারণ করা থাকলেও ছাত্রলীগের বাধার মুখে প্রথমে শহীদ মিনার এবং পরে কার্জন হল এলাকায় চলে যায় তারা। সংক্ষেপে তাদের এই কর্মসূচি শেষ করে চলে যাওয়ার সময় হাইকোর্ট মোড় পর্যন্ত পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।
আহত ছাত্রদল নেতাকর্মীরা হলেন- ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কর্মী আব্দুল্লাহ আল সাব্বির (সেশন ২০১৪-১৫), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক অনিক (২০১৯-২০ সেশন), স্যার এ এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক জারিফ এবং জহুরুল হক হলের কর্মী আতিক ইশরাক।
আহতদের মধ্যে মুমিনুল ইসলাম জিসান, আব্দুল্লাহ আল সাব্বির ও অনিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সাব্বিরকে ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১২টি সেলাই করা হয়েছে বলে জানান ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
এ ব্যাপারে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘নবীন শিক্ষার্থীদের ফুল ও কলমের মাধ্যমে বরণ করে নেওয়ার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালিয়ে ছয়জনকে আহত করেছে।’
আরিফুল ইসলাম আরও বলেন, ‘অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথেই ছাত্রলীগকে কঠোর হস্তে দমন করা হবে।’
হামলার বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা দিতে ব্যস্ত ছিল। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়। আমাদের কানে এসেছে, পরীক্ষা শেষে ছাত্রদলের দুই গ্রুপ আলাদা আলাদা করে ফুল দেওয়ার সময় নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা নিজেরাই একে অপরের ওপর হামলা করেছে।’
সৈকত ছাত্রদলের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রদলের প্রতি এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন শিক্ষার্থীদের পরীক্ষার সময় নিজেদের মধ্যে এমন সংঘর্ষে না জড়ায়।’