avertisements 2

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বৈদুৎতিক শক খেয়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:২৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

নওগাঁ জেলায় আসছে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে গণেশ সিং (২০) নামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১১ নভেম্বর) দুপুর ১২টার সময় ধামুইরহাট উপজেলার সিঙ্গারুল গ্রামের নিজ বাড়িতে আমগাছের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেনলাইনের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন গণেশ সিং। তিনি বাড়ির ভেতর একটি আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বৈদ্যুতিক মেনলাইনের তারে শক খেয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে ধামুইরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামুইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ‘ওই যুবক বাড়ির ভেতরের এক আমগাছে পতাকা টাঙাতে উঠেছিল। গাছের ওপর দিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার গেছে। ওই তারে জড়িয়েই যুবকের মৃত্যু হয়।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2