রাজশাহী বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২৬ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের কক্ষে ঢুকে মারধরের চেষ্টায় দায়ের করা মামলায় মঞ্জুর রহমান খান ও ওয়ালিদ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার রাজশাহী মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে এ আদেশ দেন। অভিযুক্ত দুইজন হলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) এবং অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুর রহমান খান ও উপসচিব (ক্রীড়া অফিসার) এবং সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হোসেন।
গত বছরের ১৮ অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ডের তৎকালীন সচিব অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের কক্ষে ঢুকে তাকে মারধরের চেষ্টা করেন। এ ঘটনায় মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলাটি গ্রহণ করে বিচারক শঙ্কর কুমার বিশ্বাস গত বছরের ৩ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
গত ১৭ অক্টোবর মামলাটি তদন্ত করে রাজশাহী পিবিআইয়ের পরিদর্শক আব্দুল মান্নান আদালতে প্রতিবেদন জমা দেন। তবে প্রতিবেদনে আসামি মঞ্জুর রহমান খান ও ওয়ালিদ হোসেনকে অভিযুক্ত না করায় ঘটনাকে আড়াল করার অভিযোগ এনে বাদী আদালতে নারাজি দেন। পরে বাদীর আইনজীবী অভিযোগটি সরাসরি আমলে নেওয়ার আবেদন করেন। আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ না করে বাদীর অভিযোগ আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন।
আজ সোমবার মামলার দিন নির্ধারিত ছিল। আসামিরা আদালতে হাজির না হওয়ায় শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাদীর আইনজীবী একরামুল হক জানান, আসামিরা আদালতে উপস্থিত হলে চাকরি বিধি অনুযায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের কাছে আবেদন করা হবে।