অদ্ভুত লাল আকাশের দেখা মিলল রাজশাহীতে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:২৯ পিএম, ২ এপ্রিল,
বুধবার,২০২৫

রাজশাহীতে গাঢ় লাল আকাশ দেখা গেছে প্রায় ২০ মিনিট। সন্ধ্যার পর এমন অদ্ভুত লাল আকাশের দেখা মিলেছে। এমনিতেই সারাদিন উত্তরের ঝড়ো হাওয়াসহ কালো সাদা মেঘে ভরা ছিল রাজশাহীর আকাশ।
সূর্য ডুবে যাওয়ার পর সেই মেঘমালায় আলো প্রতিফলিত হওয়ায় এমন দেখাচ্ছিল। ঝড়ের প্রভাবে আকাশে এখনো মেঘের ঘনঘটা রয়েছে। তবে বৃষ্টি তুলনামূলক দক্ষিণাঞ্চলের চেয়ে কম। অভূতপূর্ব এমন রাঙা আকাশ দেখে অনেকেই এর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
সূর্য অস্ত যাবার পরও তার আলো উঁচু আকাশে রয়ে যায়। সেখানে মেঘমালায় জমা বৃষ্টির বিন্দুতে তখনও সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এমন লাল আকাশের দেখা মিলেছে। অন্তত সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত এমন লাল আভা ছিল বলে জানা গেছে।