avertisements 2

স্থানীয় নেতাদের পক্ষে রাখতে কোরআনে হাত রেখে শপথ, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৭:৫২ পিএম, ২৮ এপ্রিল,রবিবার,২০২৪

Text

নিজের বিরোধিতা না করতে নির্বাচনী এলাকার স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিজের পক্ষে রাখতে পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তবে এই সংসদ সদস্য গণমাধ্যমে দাবি করেন, কাউকে বাধ্য করা হয়নি শপথ করতে। তারা নিজেরাই করেছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে এই শপথ করানোর সময় ওমর ফারুক চৌধুরী নিজেই পুরো বিষয়টি মোবাইলে ভিডিও করেন। এরপর রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে এই শপথ করানোর ভিডিওচিত্র ফাঁস হয়ে যায়। এরপর থেকে থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য বসে আছেন। তার সামনে টেবিলে রাখা কোরআন শরিফে হাত রেখে একে একে শপথ করছেন ইউপি চেয়ারম্যানরা। সংসদ সদস্য নিজেই সেই দৃশ্য ভিডিও করে রাখছেন। কোরআনে হাত রেখে গোদাগাড়ীর দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলকে বলতে শোনা যায়, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনো দিন যাবো না। মাননীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী এলাকায় দলীয় সকল কার্যক্রম পরিচালনা করব।’ এরপর তিনি থেমে গেলে সংসদ সদস্য বলেন, ‘নৌকার সঙ্গে বেইমানি করব না।’ তখন কোরআনে হাত রেখে সোহেলও একই কথা বলেন।

শপথ করার সময় চর আষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ‘আপনার সঙ্গে কোনো দিন বেইমানি করিনি। করবও না।’ তখন এমপি বলেন, ‘হাতটা দিয়ে বলেন।’ এরপর ইউপি চেয়ারম্যান বলেন, ‘আপনার কাছে আমার একটা অনুরোধ—আমি দল করেছি কোনো দিন, কখনো শপথ করিনি। আজকে যে শপথ করছি, এর পরে আপনিও আমার মাথার ছাতা হয়ে থাকবেন।’

এভাবে একে একে অন্য চেয়ারম্যানরাও শপথ করেন। পরে উপস্থিত ১১ জনের সঙ্গে ছবি তোলেন সংসদ সদস্য। এই ছবিতে গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাসসহ গোদাগাড়ীর ৯টি ইউপির চেয়ারম্যানদের দেখা যায়।

নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। গত বছর গোদাগাড়ীর এক কলেজশিক্ষককে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে পিটিয়েছিলেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্তে শিক্ষককে পেটানোর সত্যতা মিলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, ওমর ফারুক চৌধুরী টানা তিনবার রাজশাহী-১ আসনের এমপি থাকার কারণে নানা বিতর্কে জড়িয়েছেন। এ জন্য দলের নেতা-কর্মীদের বড় অংশই তার পক্ষে নেই। এদিকে জাতীয় সংসদ নির্বাচনও ঘনিয়ে আসছে। এখন জনপ্রতিনিধিদের নিজের পক্ষে রাখতে কোরআন শরিফে হাত রেখে শপথ করিয়েছেন তিনি।

এভাবে শপথ করানোর বিষয়ে জানতে চাইলে এমপি ওমর ফারুক চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তাদের মন চেয়েছে যে তারা সামনের দিনে ঐক্যবদ্ধ থাকবে এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। এটাই তাদের নিয়্ত। আমার সঙ্গে থাকবে, এটাও বলেছে। কয়েকজন আগে আমার বিরোধীতা করেছে। সেই জন্যই তারা মনে করেছে, তাদের শুদ্ধ হওয়া দরকার। শপথ-টপথ নেওয়া দরকার। সে জন্য তারা নিজেরাই শপথ নিয়েছে। তবে কাউকে বাধ্য করা হয়নি।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2