avertisements 2

ভারতে মানুষের কামড়ে সাপের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ জুলাই,শনিবার,২০২৪ | আপডেট: ১০:২৯ এএম, ৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেলেন এক রেলওয়ে কর্মী। হঠাৎ এক সাপ তাকে কামড়ে দেয়। কী করবেন তা বুঝতে না পেরে সাপকেই পাল্টা দু’বার কামড়ে দেন ওই ব্যক্তি। এতে সাপটা মারা যায়। ভারতের বিহারে ঘটেছে এমন ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই রেলওয়েকর্মীর নাম সন্তোষ লোহার। তিনি জানান, সাপ কামড় দেওয়ার পর তিনি বুঝতে পারছিলেন না কী করবেন। তাদের এলাকায় কুসংস্কার ছিল যে সাপ কামড়ালে পাল্টা কামড় দিলে বিষ নেমে যায়। সেই চিন্তা থেকেই তিনি সাপকে দুবার কামড় দেন।

পরে সহকর্মীরা তাকে দ্রুত রাজৌলি মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে দ্রুত চিকিৎসা সেবা দেন। হাসপাতালে নেওয়ার পর দ্রুতই চিকিৎসায় সাড়া দেন সন্তোষ। শারীরিক অবস্থা স্থিতিশীল বুঝে পরের দিন সকালেই চিকিৎসকেরা ছেড়ে দেন ওই রেলওয়ে কর্মীকে।

তার চিকিৎসক ডা. সিনহা বলেন, লোহার চিকিৎসায় ভালোভাবে সাড়া দিয়েছেন এবং পরের দিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য সাপের কামড় খেয়ে সন্তোষ প্রাণে বাঁচলেও, বাঁচেনি সাপটি। মানুষের কামড় খেয়ে মৃত্যু হয়েছে তার।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2