ব্যাপক ভাইরাল অভিনেত্রী শাওন ও চঞ্চল চৌধুরীর গান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৮ পিএম, ২২ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১১:২৫ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দুজনেই অভিনয়ের আঙিনায় তারকাখ্যাতি পেয়েছেন। অসংখ্য নাটকে ব্যতিক্রমী সব চরিত্র দিয়ে মন ভরিয়েছেন দর্শকের। তারা উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় সিনেমাও। তবে অভিনয়ের পাশাপাশি তারা গানেও বেশ সুপরিচিত।
কণ্ঠের জাদুতে তারা মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়। বলছি চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের কথা। দুজনে মিলে একটি লোক গানে কণ্ঠ দিয়েছেন তারা। ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের গানটি তাদের কণ্ঠে আলোচনায় এসেছে নতুন করে।
এটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। মঙ্গলবার (২০ অক্টোবর) গানটি প্রকাশ্যে আসে, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে আয়োজন করেছে ‘আমাদের গান’ নামে অনুষ্ঠানের। সেই আয়োজনের অংশ হিসেবেই গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন-চঞ্চল।
গানটি ফেসবুকে মুক্তির পর শ্রোতা-দর্শকদের প্রশংসায় ভাসছেন শাওন-চঞ্চল। নেটিজেনরা গানটি নিয়ে তাদের মুগ্ধতা প্রকাশ করছেন।