অভিনেত্রী শ্রাবন্তী’র মা আর নেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৩ পিএম, ২০ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৪:৩৭ এএম, ৫ আগস্ট,মঙ্গলবার,২০২৫

এক সময়ের জনপ্রিয় নাটক ‘রং নাম্বার’ খ্যাত অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। অসুস্থ মায়ের সেবা করতে দূর আমেরিকা থেকে ছুটে এসেছিলেন বাংলাদেশে। কিন্তু মাকে আর সুস্থ করে তুলতে পারলেন না তিনি।
বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই অভিনেত্রীর মা, মাহমুদা সুলতানা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে শ্রাবন্তীর মা মারা গেছেন বলে তথ্য নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মাহমুদা সুলতানা । লিভার সিরোসিস ও ডায়াবেটিসে ভুগছিলেন।সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়। বুধবার শ্রাবন্তীদের গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তার মা মাহমুদা সুলতানাকে।