avertisements 2

সোনাক্ষির আঙুলে হিরার আংটি, বাগদানের গুঞ্জন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ মে,সোমবার,২০২২ | আপডেট: ১১:৩৮ পিএম, ১৭ মে,মঙ্গলবার,২০২২

Text

সোমবার অনুরাগীদের জন্য এক বড় সারপ্রাইজ নিয়ে এলেন সোনাক্ষী সিনহা। তার ইনস্টাগ্রাম পোস্ট দেখে একগুচ্ছ প্রশ্ন জড়ো হবে আপনার মনেও। পোস্ট করা নিজের একাধিক ছবিতে রয়েছে রহস্যময় একজন পুরুষের অস্তিত্ব। আর আঙ্গুলে রয়েছে একটা বড় এনগেজমেন্ট রিং।

দেখা যায়, সঙ্গে থাকা পুরুষকে ফ্রেম থেকে বেরই করে দিয়েছেন সোনা! একটা ছবিতে সেই পুরুষের হাত ধরে আছেন তিনি। আরেকটায় আবার কাঁধে মাথা। 

ছবিগুলির ক্যাপশনে লিখেছেন, ‘‘আমার জন্য একটা বড় দিন!!! আমার জীবনের একটা বড় স্বপ্ন আজ পূরণ হল… আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’ সঙ্গে জুড়ে দেন, ‘ভাবিনি এত সহজ হবে’ কথাটি।

‘নোটবুক’ অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষির সম্পর্কের গুঞ্জন উঠেছিল গত সপ্তাহেই। 

সেই প্রসঙ্গে জাহিরকে বলতে শোনা যায়, ‘‘এই নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। এখন তো কিছু বলাও বন্ধ করে দিয়েছি। আমাদের সম্পর্কের খবর শুনে যদি আপনার আনন্দ লাগে তাহলে এই খবর আরও বেশি করে পড়ুন। আর যদি মন খারাপ হয়, রাগ হয়, তাহলে বলব আমি দু:খিত। এটা নিয়ে ভাবা বন্ধ করে দিন।’’

২০১০ সালে ‘দাবাং’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সোনাক্ষি, সালমানের বিপরীতে। ‘দাবাং’ সিরিজ ছাড়াও ‘হলিডে’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’, ‘আর রাজকুমার’, ‘মিশন মঙ্গল’-এর মতো সিনেমাতে কাজ করেছেন। শেষে সোনাক্ষিকে দেখা গিয়েছে ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ সিনেমাতে অজয় দেবগনের সঙ্গে।

চর্চিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গে তাঁকে দেখা যাবে ‘ডবল এক্সেল’ সিনেমাতে। যেখানে কাজ করার কথা আছে হুমা কুরেশিরও।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়:

আরও পড়ুন

avertisements 2