বাবা হারালেন আফরান নিশো
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫৫ পিএম, ১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৬:০৭ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
করোনা ভাইরাস এবার প্রাণ নিলো জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা মো. আব্দুল হামিদ মিয়া ভোলার (৭৫)। বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে তিনি একই হাসপাতালে আইসিইউতে বেশকিছুদিন ভর্তি ছিলেন। মো. আব্দুল হামিদ মিয়া টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আফরান নিশোর ঘনিষ্ঠ নির্মাতা কাজল আরেফিন অমি বিষয়টি নিশ্চিত করেছেন