avertisements 2

ওবামার সঙ্গে মার্কিন অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জানুয়ারী,রবিবার,২০২৫ | আপডেট: ০৩:০৫ এএম, ২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৫

Text

রাজনীতির সঙ্গে শোবিজের যোগ নতুন কিছু নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এবার ফের আলোচনায় এমনই একটি যোগ। গুঞ্জন উঠেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রেম জমেছে হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সম্প্রতি চাউর হয় নড়বড় করছে ওবামার সংসার। মিশেলের সঙ্গে টিকছে না দাম্পত্য জীবন। যার কারণ হলেন জেনিফার অ্যানিস্টন। বিষয়টি নিয়ে চুপ নেই জেনিফারও। এরইমধ্যে মুখ খুলেছেন তিনি। হাসতে হাসতে বলেছেন, শুনেছি, আমার আর বারাকের সম্পর্ক নিয়ে নাকি চর্চা চলছে! আমি একটুও রাগ করিনি। জানি তো, কী করে গুঞ্জন জন্ম নেয়। ওবামা পরিবারের সঙ্গে জেনিফারের ঘনিষ্ঠতা আগে থেকেই। সেসময় প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে অনেক অন্তরঙ্গ কথা ভাগ করে নিয়েছিলেন। ওবামা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতাও স্বীকার করেছিলেন। বলেছিলেন, আমি মিশেলকে বারাকের থেকেও বেশি চিনি। সম্প্রতি সাক্ষাৎকারটি ভাইরাল হতে গুঞ্জন ডানা মেলেছে যার উত্তর দিলেন জেনিফার। 

এদিকে ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শপথগ্রহণ অনুষ্ঠানে বারাক ওবামা থাকলেও আসেননি তার স্ত্রী মিশেল ওবামা। প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা উপস্থিত থাকেন। কোনও স্পষ্ট নিয়ম না থাকলেও এই প্রথা চলে আসছে বছর বছর ধরে। ডিভোর্স জল্পনার মাঝে মিশেলের অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়টি যেন আগুনে আরও ঘি ঢেলেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2