avertisements 2

অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ন্যায়বিচার না পেলে আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ মে,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৯:০৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

অনুরাগ কাশ্যপ , সাথ নিভানা সাথিয়া। ছবি: সংগৃহীত

বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন ‘সাথ নিভানা সাথিয়া’খ্যাত অভিনেত্রী। জানিয়েছিলেন অনুরাগ কাশ্যপ নাকি তাঁকে ধর্ষণ করেছেন। তিনি অভিযোগও জানিয়েছিলেন পুলিশের কাছে। কিন্তু সেই মামলার কোনও অগ্রগতি হয়নি।
এবার এই বিষয়ে ফের মুখ খুললেন তিনি। শুধু তাই নয়, দিলেন আল্টিমেটাম। জানালেন এবার পদক্ষেপ না নিলে তিনি আত্মহত্যা করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) টুইট করে অভিনেত্রী সরাসরি আত্মহননের হুমকি দেন।
জানিয়ে দেন তিনি যে ধর্ষণের অভিযোগ করেছিলেন অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সেটার কোনও ন্যায় বিচার পাননি তিনি। একই সঙ্গে এই পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।

নিজের পোস্টে অভিনেত্রী লেখেন, ‘প্রায় দুই বছর হয়ে গেল যখন মুম্বাই পুলিশকে আমি আমার ধর্ষণের সঠিক দিন জানিয়েছিলাম। কিন্তু এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
আমার দিন দিন মনের অবস্থা আরও খারাপ হচ্ছে। আমি ঘুমের ওষুধ আর দুশ্চিন্তার ওষুধ খেতে খেতে ক্লান্ত। যদি আজকের মধ্যে কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরিণাম দেখবেন প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার।’

আত্মহত্যার হুমকি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘অনেক দিন হয়ে গেল। আমি রোজ একটু একটু করে মারা যাচ্ছি।
রোজ মরার থেকে একদিনে একবারে মরে যাওয়া ভালো যদি আপনারা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেন। এখন তো অনুরাগ কাশ্যপ আপনাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছেন আমি ওর বিরুদ্ধে ধর্ষণের কেস ফাইল করার পর। তাই আমি আর আপনাদের মনে রাখার বিষয় নই।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2