ধর্মের টানে বলিউড ছাড়া সানা বিয়ে করেছেন মুফতিকে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৬ এএম, ২৩ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৮:০৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইসলাম ধর্মের জন্য এবার বলিউড ছাড়লেন ‘বিগ বস’র সাবেক প্রতিযোগী মডেল ও অভিনেত্রী সানা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গ্ল্যামার জগৎ ছাড়ার কথা ঘোষণা দেন সানা।
তিনি জানান, বহু বছর ধরে বিনোদন জগতে রয়েছেন। যে খ্যাতি, অর্থ, সম্মান পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন ধরে তার মনে হচ্ছে কিসের জন্য এই খ্যাতি আর অর্থ উপার্জন? যেকোনো সময় মৃত্যু আসতে পারে। মানুষের কী এ বিষয়ে ভাবা উচিত না? মানবিকতার খাতিরে, নিজের প্রিয়জনদের জন্য বাঁচা উচিত না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি বুঝেছেন জীবন-মৃত্যুর এই দোটানাই শুধু জীবনের উদ্দেশ্য নয়। জীবনে মানুষের জন্য অনেক কিছু করার আছে। তাই বলিউড ছেড়ে ধর্ম সাধনার পথ বেছে নিয়েছেন।
সবশেষ তিনি লিখেছেন, আমার সবচেয়ে খুশির মুহূর্ত। আল্লাহ আমাকে সাহায্য করুন এবং এই যাত্রায় আমাকে পথ দেখান। কেউ যেন তাকে আর পুরোনো পেশায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। প্রসঙ্গত, এর আগে ‘দঙ্গল’ খ্যাত বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বলিউড ছেড়েছিলেন। তাও এক বছর হলো।