ইউনাইটেড হাসপাতালে ভর্তি বেবী নাজনীন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:১৪ পিএম, ২০ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৫:৪৯ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন।
জানা গেছে, গত তিনদিন ধরেই জ্বরে ভুগছিলেন বেবী নাজনিন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে জ্বরের মাত্রা বেড়ে গেলে তাকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বেবী নাজনীনের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।