করোনায় আক্রান্ত আজিজুল হাকিম লাইফ সাপোর্টে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৫৮ পিএম, ১৩ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০১:২৮ এএম, ৯ আগস্ট,শনিবার,২০২৫

স্ত্রী ও সন্তানসহ করোনায় আক্রান্ত দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। খ্যাতনামা এই অভিনেতার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজধানীর একটি স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বাংলাদেশ পথনাটক পরিষদের সহসভাপতি অভিনেতা মিজানুর রহমান আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন।
গত ১০ নভেম্বর করোনা সন্দেহে জমা দেওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে অভিনেতা আজিজুল হাকিম, তাঁর স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান হৃদের। তাঁরা নিজেদের বাসায়ই আইসলোশনে ছিলেন।