করোনা জয় করে বাসায় ফিরলেন অপূর্ব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১৬ এএম, ১২ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৪:১১ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
টানা নয় দিন হাসপাতালে করোনার চিকিৎসা শেষে আজ বুধবার বাসায় ফিরেছেন টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। দুদিন ধরে এই অভিনয়শিল্পীর শারীরিক অবস্থা যথেষ্ট ভালোর দিকে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ দুপুরের পর বাসায় ফিরেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. বুলবুল ভূঁইয়া।
তিনি বলেন, অভিনেতা অপূর্বর শারীরিক অবস্থা দুদিন ধরেই ভালো। তারপরও চিকিৎসক আরেকটু পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন। আজ তিনি বাসায় যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন আপাতত কোনো ধরনের সমস্যা নেই। তবে তাঁকে দুই সপ্তাহের মতো বিশ্রামে থাকতে হতে পারে।
এদিকে দুপুর ২টা ৩৫ মিনিটে নাট্যনির্মাতা মাহামুদুর রহমান হিমি তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন অপূর্বর সঙ্গে। এ ছবির ক্যাপশনে হিমি লিখেছেন, ‘করোনাজয়ী অপূর্ব ভাইয়া বাসার পথে।’
এছাড়া বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপূর্ব নিজেও তার সুস্থ হয়ে বাসায় ফেরার কথা জানান। তিনি লিখেছেন, ‘আল্লাহর দয়ায় আমি বাসায় ফিরছি। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা নানাভাবে আমার পাশে ছিলেন। আপনাদের ভালোবাসার জোরেই আমার এই ফিরে আসা।’
এর আগে অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে ৩ নভেম্বর রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে ৪ নভেম্বর বিকেলে তাকে হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। কাটছিল না দুশ্চিন্তাও। তাকে দেওয়া হয়েছে প্লাজমাও।