বাংলাকথার প্রতিষ্ঠাতা এনাম হকের মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২০ আগস্ট,রবিবার,২০২৩ | আপডেট: ০৬:৩৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অস্ট্রেলিয়া ভিত্তিক বাংলা সংবাদপত্র বাংলাকথার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং রেপটাইলস ফার্ম লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক এনাম হকের রত্নগর্ভা মা আমেনা খাতুন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ১৯ আগষ্ট বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ সাতক্ষীরা জেলা ছলিমপুরে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ১০১ বছর। মৃত্যুকালে তিনি ৭ সন্তান ও নাতি নাতনী আত্নীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন রেখে গেছেন।
মরহুমার নামাজের জানাযা আজ ২০/০৮/২০২৩ রবিবার সকাল ১১ ঘটিকায় ছলিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। পরিবার পক্ষ থেকে এনাম হক সকলকে নামাযের জানাযায় উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করেছেন।
এদিকে বাংলাকথার পক্ষ থেকে এনাম হকের রত্নগর্ভা মা আমেনা খাতুন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে করে মরহুমার রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।