জুমার দিন কবর জিয়ারত, হাদিস কী বলে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জুন,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৬:৩৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাধারণত শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা গোরস্থানে কবর জিয়ারত করতে যান। সেখানে যথেষ্ট ভিড় সৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে, শুক্রবারে কবর জিয়ারত করা কি আবশ্যক এবং অধিক সওয়াবের কাজ? এর উত্তর হচ্ছে- কবর জিয়ারত যে কোনো দিনে যে কোনো সময়ে করা যেতে পারে। কোনো বিশেষ দিনে বা বিশেষ সময়ে কবর জিয়ারতের আদেশ নেই। বিশেষ ফজিলতের কোনো সহিহ হাদিসও নেই।
এ বিষয়ে একটি প্রচলিত হাদিস আছে যে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি প্রতি জুমায় তার মা-বাবা বা তাদের একজনের কবর জিয়ারত করবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহারকারীদের মধ্যে গণ্য করা হবে।’ (আল-মুজামুল আউসাত, হাদিস : ৬১১৪)।
হাদিসটি ইমাম তাবারানি ও অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন। তারা হাদিসটি মুহাম্মাদ ইবনু নু’মান ইবনু আবদুর রাহমান-এর সূত্রে সংকলন করেছেন। মুহাম্মাদ ইবনু নু’মান ইয়াহইয়া ইবনুল আলা আল-বাজালী থেকে, তিনি আব্দুল কারীম ইবনু আবীল মাখারিক থেকে, তিনি মুজাহিদ থেকে, তিনি আবু হুরাইরা (রা.) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
এ সম্পর্কে বিজ্ঞ মুসলিম স্কলাররা বলেন, ‘শুক্রবার জুমার সালাতের পর অবসর রয়েছে। সুতরাং এ সময় কোনো ব্যক্তি কখনও কখনও কবর জিয়ারত করতে পারেন। কিন্তু এটাকে শুক্রবারের অবশ্য করণীয় কাজ বা এটাকে সুন্নত বানিয়ে ফেলার কোনো সুযোগ নেই। কেননা কোরআন এবং হাদিসে কবর জিয়ারতের জন্য শুক্রবারকে নির্ধারণ করা হয়নি। শুক্রবারের নির্দেশিত আমলগুলোর মধ্যেও এ কথা উল্লেখ নেই।