avertisements 2

করোনা আক্রান্ত ডা. ইউনুছকে ঢাকায় আনলো বিমান বাহিনী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৬ পিএম, ৬ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০১:৩০ পিএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

Text

করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ডাক্তার মোঃ ইউনুছকে জরুরি ভিত্তিতে দিনাজপুর হতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে তাকে  ঢাকায় আনা হয়।

ডা. ইউনুছ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় এনে তাকে উন্নত চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2