ওয়াজ মাহফিলকে বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম বলেলেন জবি ভিসি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৩২ পিএম, ৩ নভেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৭:০৭ পিএম, ১৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫

বর্তমানে মৌলভীদের ওয়াজগুলো বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম বলে মন্তব্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, এখন যে ওয়াজগুলো হচ্ছে তা ‘ওয়ান কাইন্ড অফ কনসার্ট’।
তিনি বলেন, “কনসার্ট হয় না? লাইভ, এলইডি টিভি এবং মোবাইল, ইউটিউব। এতে হুজুররা সব গান গেয়ে ফেলতেছে। পল্লীগীতি এবং ভাওয়াইয়া থেকে আরম্ভ করে সিনেমার গান হুজুররা গাইতেছে, নাচতেছে, জিকির করতেছে এবং তালে তালে নাচে। বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ওয়াজ। আপনার যখন খুব খারাপ লাগবে তখন ওয়াজ শুনবেন। দেখবেন মজা লাগবে।”
সোমবার (২ নভেম্বর) জবির ডিবেটিং সোসাইটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনলাইন প্ল্যাটফর্ম জুমে এটি অনুষ্ঠিত হয়। উপাচার্য বলেন, আমরা যখন গ্রামে ওয়াজ শুনতাম তখন আমাদের মন নরম হতো। কিন্তু এখনকার সময়ের মৌলভীরা মানুষকে বিনোদন দেয়। এগুলা অন কাইন্ড অফ কনসার্ট।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা

ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বিষয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা
