avertisements 2

দেশে বাড়ছে করোনা ২৪ ঘণ্টায় হাজার ছাড়াল শনাক্ত, মৃত্যু ১

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জুন, বুধবার,২০২২ | আপডেট: ০৯:৫২ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ১৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সবমিলিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। 

আক্রান্ত রোগী বৃদ্ধির পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি সিলেট বিভাগের। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৫২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৮ হাজার ৫৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2