এজলাস থেকে নেমে পুলিশকে সতর্ক করলেন হাইকোর্টের বিচারপতি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৭ পিএম, ২ অক্টোবর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৯:১১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আদালত কক্ষে আগাম জামিনের শুনানি চলছে। এ কারণে আদালত কক্ষের বাইরে প্রচন্ড ভিড়। এই ভিড় সামলাতে ও আদালতের নিরাপত্তা দিতে মোতায়েন আছে পুলিশ। কিন্তু আদালত কক্ষের বাইরে চলছে হৈচৈ। ফলে বিঘ্নিত হচ্ছে আদালতের বিচার কার্যক্রম। বারবার বলেও যখন কাজ হচ্ছিল না, তখন এজলাস থেকে নেমে নিজের খাসকামরা দিয়ে বেরিয়ে এলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ। এসেই দেখেন দায়িত্বরত পুলিশ সদস্যরা বসে বসে গল্প করছে। এটা দেখে দায়িত্ব পালনে অবহেলার কারণে ভর্ৎসনা করলেন পুলিশ সদস্যদের। ভবিষ্যতের জন্য সতর্কও করলেন তাদের। এরপর আবার এজলাসে বসে বিচার কাজ পরিচালনা করেন বিচারপতি।
এঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে।
প্রত্যক্ষদর্শী একাধিক আইনজীবী জানান, এই বেঞ্চে আগাম জামিন নিতে আসা বিচারপ্রার্থীরা কোর্ট রুমের বাইরে ভিড় ও চেচামেচি করতে থাকেন। এতে বিচারকাজ বিঘ্নিত হচ্ছিল। বিষয়টি লক্ষ্য করে এজলাস থেকে আরিফ নেমে আসেন বিচাপতি শেখ হাসান।
তিনি দেখেন, দায়িত্বরত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন না করে নিরবে বসে আছে। এটা দেখে তিনি পুলিশ সদস্যদের সতর্ক করেন। পাশাপাশি স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় উপস্থিত বিচারপ্রার্থীদের প্রতি অনুরোধ জানান। বিচারপতির এই উপস্থিতির এই খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এরপর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের বারান্দা ফাঁকা হয়ে যায় এবং পুলিশসহ সবাই তৎপর হয়ে উঠে।