avertisements 2

করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি; রাজধানীর ৫টি হাসপাতালকে প্রস্তুত করার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রনালয়ের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১৩ পিএম, ২৩ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৫০ এএম, ১৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

দেশে হঠাৎ করেই করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েচে। সনাক্তের পাশাপাশি বেড়েছে মৃত্যের হার। গত ১৫ দিনে বেড়ে যাওয়া করোনার প্রভাব পরেছে হাসপাতালগুলোর উপরে। এদিকে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর ৫টি সরকারি হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়।

যে ৫টি হাসপাতলকে নির্দেশনা দেয়া হয়েছে: লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দি হাসপাতাল, ডিএনসিসির করোনা আইসোলেশন সেন্টার ও সরকারী কর্মচারী হাসপাতাল।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭১০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে। করোনাভাইরাস নিয়ে সোমবার (২২ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার (২১ মার্চ) ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ২২ জন। এছাড়া ২ হাজার ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় (রবিবার) এই ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৬ হাজারের কাছাকাছি মানুষের প্রাণ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট ২৭ লাখ ২৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হল। ১২শ’র বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে; দৈনিক মৃত্যু-সংক্রমণে এখনো শীর্ষে লাতিন এই দেশটি।

দ্বিতীয় সর্বোচ্চ ৬০৮ জন মারা গেছেন মেক্সিকোয়। ৪৩৯ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ৫ লাখ ৫৫ হাজার ছাড়াল। চার মাসের ব্যবধানে ভারতে বেড়েছে দৈনিক মৃত্যু আর সংক্রমণের হার। রোববারও দেশটিতে মারা গেছেন ২১৩ জন। সংক্রমণ শনাক্ত হয় ৪৭ হাজারের ওপর।

এদিকে, রবিবারও ৪৮ হাজারের কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হয় ভাইরাসটি। বিশ্বজুড়ে ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মোট সংক্রমিত ১২ কোটি ৩৮ লাখের বেশি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2