avertisements 2

পরিচয় মিলেছে  জুলকারনাইনের সেই রহস্যময় নারী সাংবাদিকের !

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ফেব্রুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ০৯:৩০ এএম, ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫

Text

আজকের সারাদিন আলোচনায় ছিলো আল জাজিরাখ্যাত সাংবাদিক জুলকারনাইনের জুলাই বিপ্লব ঘিরে দেয়া চার পর্বের আলোচিত ফেসবুক স্ট্যাটাস। সেখানে জনাব  জুলকারনাইন এক রসহ্যময় নারী সাংবাদিককে তুলে ধরেছেন যিনি কিনা শিবির নেতা সালমান তথা সাদিক কায়েমের সাথে যোগাযোগ রক্ষা করতেন জুলাই বিপ্লবের কাজগুলোকে সমন্বয় করতে। 

সারাদিন আলোচনা ছিলো, কে এই রহস্যময়  নারী? এদিকে আব্দুল্লাহিল বাকী নামে এক ফেসবুকার সেই নারীকে পরিচয় করিয়ে দিয়েছেন ফেসবুক। তাঁর মতে, সেই নারী হচ্ছেন সিনিয়র সাংবাদিক জিনা তাসরিন। সাংবাদিকতা করেন অনেকদিন ধরেই।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2