avertisements 2

বাংলাদেশ-তুর্কিয়ে বাণিজ্যের আকার বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫ | আপডেট: ০৯:৩৩ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

 ছবি:সংগ্রহীত

বাণিজ্য উপদেষ্টা বলেন, তুর্কিয়ের প্রতিনিধিরা কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিনিয়োগ কার্যকর করতে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকে আলোচনা হবে।

বাংলাদেশ-তুর্কিয়ে বাণিজ্যের আকার বহুগুণ বাড়ানোর সম্ভাবনার কথা উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ ইন্ডাস্ট্রি, অবকাঠামো ও নির্মাণ খাতে তুর্কিয়ের বিনিয়োগের আগ্রহ রয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে তুর্কিয়ের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাটের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তুর্কিয়ের প্রতিনিধিরা কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিনিয়োগ কার্যকর করতে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকে আলোচনা হবে।

তিনি জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশ তুর্কিয়েতে বছরে প্রায় ৫০০ মিলিয়ন ডলার রফতানি করে ও ৪৫০ মিলিয়ন ডলার আমদানি করে। এর মধ্যে গত বছরে তুর্কিয়েতে বাংলাদেশের রফতানি প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শেখ বশির উদ্দিন বলেন, তুর্কিয়ে ও বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ২৭ কোটি। এত বড় জনসংখ্যার ভিত্তিতে বাণিজ্যের আকার এখনো যথেষ্ট নয়। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্য বহুগুণ বাড়ানো সম্ভব। প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ খাতগুলো চিহ্নিত করা হয়েছে, যা যৌথ কমিশনের আলোচনায় কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

বাণিজ্য উপদেষ্টা জানান, তুর্কিয়ে চাইলে বাংলাদেশে একটি আলাদা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেয়া হবে। তুর্কিয়ের বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যেই বাংলাদেশে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এছাড়া গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, নির্মাণ শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।

টিসিবি কার্ড বিতরণ বিষয়ে শেখ বশির উদ্দিন বলেন, আগের অনিয়ম দূর করতে ১ কোটি থেকে কমিয়ে ৬৩ লাখ কার্ড দেয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে আরো ৩৭ লাখ কার্ড দেয়া হবে এবং প্রয়োজন হলে সংখ্যা বাড়ানো হবে।

রমজানের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাজারে কোনো সংকট হবে না। প্রয়োজনীয় মজুদ রয়েছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2