করোনা আক্রান্ত হয়ে র্যাবের মহাপরিচালক হাসপাতালে ভর্তি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১৬ পিএম, ১৩ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০১:১৯ পিএম, ২৩ নভেম্বর,রবিবার,২০২৫
র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শারীরিকভাবে সুস্থ থাকলেও দ্রুত করোনামুক্ত হতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, শারীরিকভাবে অসুস্থবোধ করায় নমুনা পরীক্ষা করান র্যাবের ডিজি। বুধবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আরও জানান, শারিরীকভাবে র্যাব ডিজি সুস্থ রয়েছেন। দ্রুত সেরে উঠতে বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য র্যাবের ডিজি সবারর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন: মেডিকেল বোর্ড
পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ: হাইকোর্ট
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ





