দু’র্নীতির জালে ফাঁ’সছে ২০ জন এমপি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৬ পিএম, ১২ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৩:৪৫ পিএম, ১১ জুলাই,শুক্রবার,২০২৫

স’রকারি অর্থ আ’ত্মসাৎ, জমি দখ’ল, চাঁ’দাবাজি ও কমিশন বাণিজ্যে দুর্নী’তি দম’ন কমিশনের (দুদক) জালে ফেঁ’সছে ২০ সং’সদ সদস্য (এমপি)। অ’বৈধ সম্পদ অর্জনের অ’ভিযো’গে ইতোমধ্যে দুদক মাম’লার সি’দ্ধান্ত নিয়েছে দুর্নী’তি দ’মন কমিশন-দুদকের অনুস’ন্ধানে থাকা আরও ২০ এমপি আইনের আওতায় আসছে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার মো. মোজাম্মেল হক খান।
তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ তাদের আইনের আওতায় আনা হবে। কুয়েতে গ্রে’ফতার লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সং’সদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বি’রু’দ্ধে বুধবার অর্থপা’চার ও অ’বৈধ সম্পদ অর্জনের অভি’যোগে মা’মলা দা’য়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
দুদক থেকে ক্ষ’মতাসীন দলের এমপিরা কোনো ছাড় পাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে কোনো দল-মত নেই, ব্যক্তির উর্ধ্বে আমরা কাজ করি। আইন আমাদেরকে যেভাবেই নির্দেশ করে সেভাবেই আমরা কাজ করি।
পাপুল ও সেলিনাসহ সাবেক ও বর্তমান ২২ সং’সদ সদস্যের বিরু’দ্ধে অনুস’ন্ধান করছে দুদক।তাদের বি’রু’দ্ধে স’রকারি অর্থ আ’ত্মসা’ৎ, খাস জমি দ’খল, ঘু’ষ গ্রহণ, কমিশন নেওয়া ও চাঁ’দাবাজিসহ নানা অ’নিয়ম ও দুর্নী’তির মাধ্যমে অ’বৈধ সম্পদ অর্জনের অভি’যোগ রয়েছে।
তাদের মধ্যে ১১ জন বর্তমান এবং ১০ জন সাবেক সং’সদ সদস্য। সাবেক ও বর্তমান সং’সদ সদস্যদের মধ্যে ক্ষ’মতাসীন আওয়ামী লীগের ১০ জন, বিএনপির পাঁচজন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র থেকে ছয়জন এমপি রয়েছেন। আওয়ামী লীগের তিন এমপির বিদেশযাত্রায় নি’ষেধা’জ্ঞাও রয়েছে।
দুদক কমি’শনার মোজাম্মেল বলেন, অনুস’ন্ধানে থাকা অন্যান্য এমপিদের বি’ষয়েও আমাদের অনুস’ন্ধান কার্যক্রম চলমান রয়েছে। সেটিও যথাসময়ে আমরা রেজাল্ট দিতে পারব।
অ’বৈধ সম্পদ অর্জন এবং ১৪৮ কোটি টাকা পা’চারের অ’ভিযো’গে শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের স’ঙ্গে তাদের কন্যা ওয়াফা ইসলাম এবং পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের বিরু’দ্ধে বুধবার মা’মলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

আল জাজিরার প্রতিবেদন: হাসিনার পতনে ভূমিকা রাখা র্যাপ-মিম কি নতুন রাজনৈতিক আবহের জন্ম দিচ্ছে?

এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর ‘নেপথ্যে’র ব্যক্তি ৫ দিনের রিমান্ডে
